Logo
Logo
×

খেলা

লিটনের রানে ফেরার দিনে কুমিল্লার লড়াকু পুঁজি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম

লিটনের রানে ফেরার দিনে কুমিল্লার লড়াকু পুঁজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের শুরু থেকে ফর্মে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস। ৫ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৩৭।

অবশেষে আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে রানের দেখা পেলেন লিটন। ৩০ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে করেছেন ৪৫ রান। লিটনের রানে ফেরার দিনে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ উইকেটে ১৪৯ রানের লড়াকু পুঁজি পেয়েছে কুমিল্লা।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কুমিল্লা। 

জিততে হলে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সকে ১২০ বলে ১৫০ রান করতে হবে। রান তাড়া করতে নেমে ৪৯ রানে প্রথমসারির ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়েছে খুলনা। 

দলকে কাঙ্ক্ষিত জয় উপহার দেওয়ার চেষ্টা করছেন নাহিদুল ইসলাম ও মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের ব্যাটের দিকে চেয়ে আছে খুলনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম