চোখের সমস্যা থেকে মুক্তির চেষ্টায় রয়েছেন সাকিব আল হাসান। চেন্নাই, লন্ডন হয়ে সিঙ্গাপুরেও চিকিৎসক দেখিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানে ফিরতে বিভিন্নভাবে অনুশীলন করে যাচ্ছেন।
অবশেষে মঙ্গলবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে রানের দেখা পেলেন রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার। সেটাই স্বস্তি দিচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।
শোনা যাচ্ছিল শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ থেকে ছুটি চেয়েছেন সাকিব। তবে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
কাল সাকিব তিন ছক্কা ও এক চারে ২০ বলে করেন ৩৪ রান। ম্যাচ শেষে জানিয়েছেন আরও কিছু সময় উইকেটে থাকতে পারলে তার আত্মবিশ্বাস বাড়বে।
ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব বলেন, ‘আমি চাইছিলাম উইকেটে কিছু সময় কাটাতে। এটা দরকার ছিল। হয়তো আর কিছু ম্যাচে কিছু বল বেশি খেলতে পারলে তা আমাকে আরও বেশি আÍবিশ্বাস দেবে।’
এত চিকিৎসক দেখানোর পরও চোখের সমস্যার কেন সমাধান হচ্ছে না? সাকিব বলেন, ‘আমি জানি না কী সমস্যা হচ্ছে। আমি এখনো সমস্যা খোঁজার চেষ্টা করছি। তবে দলের জন্য যেভাবেই হোক যদি অবদান রাখতে পারি তাতেই আমি খুশি।’ বোলিংয়ে কোনো সমস্যা হচ্ছে না তার। ফলে শুধু বোলিং দিয়েই জাতীয় দলে খেলতে পারবেন।
বিসিবি সভাপতি কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করার পর শ্রীলংকার বিপক্ষে সাকিবের ছুটির ইস্যুতে বলেন, ‘সাকিব ছুটি চেয়েছে এমন খবর ঠিক নয়।’ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি সাকিবের। এই সময়ে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন। তবে সাকিব ফিরলে তিনিই আবার দলকে নেতৃত্ব দেবেন।