টেস্টে সেঞ্চুরি ও রানে কেইন উইলিয়ামসনের ধারেকাছেও নেই তার কোনো স্বদেশি। একটি জায়গায় শুধু ঘাটতি ছিল নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটারের। এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি ছিল না তার। সেই শূন্যতাও ঘুচল।
মাউন্ট মঙ্গানুই টেস্টে উইলিয়ামসনের জোড়া শতকে পিষ্ট খর্বশক্তির দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারের প্রথম জোড়া সেঞ্চুরির জন্য অধিনায়ক টিম সাউদির কাছে কৃতজ্ঞ থাকবেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের ৫১১ রানের জবাবে মঙ্গলবার তৃতীয়দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬২ রানে।
৩৪৯ রানের বিশাল লিড নিয়েও প্রোটিয়াদের ফলো-অন না করিয়ে আবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাউদি। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ চার উইকেটে ১৭৯। কিউইরা এগিয়ে ৫২৮ রানে।
প্রথম ইনিংসে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ২৮৯ বলে ১১৮ রান করা উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে গিয়ার বদলে ১৩২ বলে করেন ১০৯ রান। আউট হন দিনের শেষ ওভারের আগেরটাতে। নিউজিল্যান্ডের হয়ে এক টেস্টে দুই সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটার উইলিয়ামসন।
টেস্টে ৩১ শতকে তিনি দ্বিতীয় দ্রুততম (১৭০ ইনিংসে)। এর মধ্যে শেষ নয় ইনিংসেই করেছেন ছয়টি সেঞ্চুরি! উইলিয়ামসনের দিনে প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র থামেন মাত্র ১২ রানে।
এর আগে চার উইকেটে ৮০ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা মাত্র ৭৯ রানে হারায় শেষ ছয় উইকেট। সর্বোচ্চ ৪৫ রান কিগান পিটারসেনের। ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার তিনটি এবং জেমিসন ও রাচিন নেন দুটি করে উইকেট।