Logo
Logo
×

খেলা

‘বয়সের কারণে আবোল-তাবোল বলছেন রকিবুল হাসান’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম

‘বয়সের কারণে আবোল-তাবোল বলছেন রকিবুল হাসান’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সাত ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্বে রয়েছে স্থানীয়রা। 

একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় কোচদের তীব্র সমালোচনা করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।

এব্যাপারে মঙ্গলবার মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চার বারের শিরোপাজয়ী কোচ সালাহ উদ্দিন বলেছেন, ‘উনি  মুরব্বি মানুষ। ওনার বয়সও হয়েছে। আমার মনে হয়, আবোল-তাবোল অনেক কিছু বলতে পারে। এটা হতেই পারে। এটা নিয়ে আমরা কিছু মনে করিনি। অন্যান্য কোচের সঙ্গে কথা বলেছি। আমরা এটা নিয়ে মন খারাপও করিনি, কারণ উনি মুরব্বি মানুষ, বলতেই পারেন।’

কুমিল্লার  এই জনপ্রিয় কোচ আরও বলেন, ‘একজন স্থানীয় কোচ তাহলে কীভাবে বড় হবে? সে তো অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হতে পারবে না, হাই পারফরম্যান্স কিংবা বাংলা টাইগার্সেরও প্রধান কোচ হতে পারবে না। জাতীয় দলের প্রধান কোচও হতে পারবে না। সে কোথার হেড কোচিং করবে? সারা জীবন কি আমরা সাপোর্টিং ভূমিকায় থাকব? আমাদের তো কখনো না কখনো সামনে পথ বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো সুযোগ। আমাদের ছেলেদের নিজেদের গ্রো আপ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাঁরা দেশের কোচদের ওপর বিশ্বাস রেখেছেন। সে যদি এই বছর খারাপ করেন, সামনের বছর নিশ্চয় ভালো করবেন। তাঁকে তো শিখতে হবে। আপনি যদি একেবারে এসেই জাতীয় দলের কোচ হয়ে যাব, এমন আশা করেন না। সবার তো ধাপে ধাপে এগোতে হবে। সুতরাং কে কী বলল না বলল, সেটি নিয়ে আমার মনে হয় মাথা না ঘামানো উচিত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম