Logo
Logo
×

খেলা

রোনালদো-নেইমারের আজ বিশেষ দিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম

রোনালদো-নেইমারের আজ বিশেষ দিন

পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলের তারকা নেইমার দুজনেরই জন্মদিন ছিল ৫ ফেব্রুয়ারি। এদিন রোনালদো ৩৯ এবং নেইমার ৩২-এ পা দিলেন।

রোনালদোর জন্ম ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি, পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচালে। আর ১৯৯২ সালে ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেইমারের। দুজনই আক্রমণভাগের খেলোয়াড়। বহু ঘাটের পানি খেয়ে দুজনই এখন সৌদি লিগে।

পোর্তের হয়ে শুরু করে ম্যানইউ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আবার ম্যানইউ ঘুরে রোনাল্ডো এখন আল নাসরে। আর নেইমার সান্তোসে প্রথম খেলে পাড়ি জমান ইউরোপে, বার্সেলোনায়। সেখান থেকে পিএসজি হয়ে এখন খেলছেন আল হিলালে।

ফুটবলবিশ্বের দুই দিকপালের জন্মদিনে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদেরকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম