আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরকে ফেরানোর জন্য তার সঙ্গে কথা বলবেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকদের ওপর অভিমান করে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ আমির।
অভিমানে অবসর নেওয়া মোহাম্মদ আমিরকে দলে ফেরাতে পাকিস্তানের সাবেক অধিনায়ক, নির্বাচকরাও চেষ্টা করেছেন। তিনি নিজের সিদ্ধান্তেই অটল থেকেছেন।
এবার আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে কথা বলবেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
সম্প্রতি আইএল টি-টোয়েন্টি লিগে ডেজার্ট ভাইপার্সের জার্সিতে খেলেছেন আমির-আফ্রিদি। বল হাতে দুইজনই ছিলেন সেরা ছন্দে। সায়া কর্পোরেশনের সঙ্গে আলাপকালে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক কথা বলেছেন আমিরের দলে ফেরা নিয়ে।
শাহিন শাহ বলেন, ‘আমি আমিরের সঙ্গে কথা বলব। সে পাকিস্তানের হয়ে পুনরায় খেলতে চায় কিনা জানব। প্রায় পাঁচ বছর পর আমরা একসঙ্গে খেলেছি। তার সঙ্গে বোলিং করতে পারা দারুণ অভিজ্ঞতা। আমাদের জুটিটা দুর্দান্ত ছিল।’
এর আগে আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে যোগাযোগ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। সেই সময় তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে বলেছিলাম যদি পাকিস্তান দলে আবারো খেলতে চাও তাহলে ঘরোয়া ক্রিকেট এবং পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ কর। অন্য খেলোয়াড়দের মতো তাকেও সমান সুযোগ দেয়ার বিষয়ে আশ্বস্ত করছিলাম; কিন্তু সে জানাল পাকিস্তানের হয়ে আর খেলতে চান না।’
আরও পড়ুন
>> ‘আমি বাবর আজমের কী ক্ষতি করেছি?’