Logo
Logo
×

খেলা

সাহস আর আত্মবিশ্বাস না থাকলে মেধা থেকে লাভ নেই: রিজওয়ান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম

সাহস আর আত্মবিশ্বাস না থাকলে মেধা থেকে লাভ নেই: রিজওয়ান

পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, সাহস আর আত্মবিশ্বাস না থাকলে মেধা থেকে কোনো লাভ নেই। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন রিজওয়ান। সোমবার সংবাদমাধ্যমকে রিজওয়ান বলেন, আমি অনেক মেধাবী খেলোয়াড়কে দেখেছি, কিন্তু স্কিল, সাহস আর আত্মবিশ্বাস না থাকলে মেধা দিয়ে কী হবে? 

কুমিল্লার হয়ে খেলতে এসে দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূয়সী প্রশংসা করেছেন রিজওয়ান। তিনি বলেন, টেকনিক নিয়ে সাউলাউদ্দিন স্যার বেশি কথা বলেন না। কিভাবে পারফর্ম করা যায় আর ম্যাচ জেতা যায় এসব নিয়েই সবসময় কথা বলেন। এই দুটি বিষয়ই আমি তার মধ্যে দেখেছি। একজন ক্রিকেটারকে কিভাবে হতাশা থেকে বের হয়ে আসতে হবে এটা তিনি বলে দেন, যা একজন ক্রিকেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম