Logo
Logo
×

খেলা

বিপিএলের মাঝপথে ফিরে যাচ্ছেন বাবর 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম

বিপিএলের মাঝপথে ফিরে যাচ্ছেন বাবর 

ঢাকায় শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সিলেট ঘুরে আবার ফিরেছে ঢাকায়। সিলেটে দু-একটি ম্যাচ কিছুটা আলো ছড়ালেও এখনো বিপিএল আকর্ষণ তৈরি করতে পারেনি দর্শকদের কাছে। দু’শ ছাড়ানো স্কোর হয়নি এখনো বিপিএলে।

বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স আশাপ্রদ নয়। তবে আলো ছড়াচ্ছেন স্থানীয় বোলাররা। ঢাকায় দ্বিতীয়পর্বের শুরুর দিকে বিপিএল আরও ম্লান হতে পারে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। তাই অনেক বিদেশি ক্রিকেটারকে আর পাওয়া যাবে না। 

এবারের বিপিএলে অন্যতম বড় তারকা বাবর আজম আর দুটি ম্যাচ খেলে বিদায় নেবেন। ঢাকায় দ্বিতীয়পর্বে আজ দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। 

বিপিএলের খলনায়ক উইকেট। রংপুরের সাকিব আল হাসান জানিয়েছেন, গত আসরের চেয়ে এবারের উইকেট খারাপ। বিপিএলের মান নিয়েও বরাবর প্রশ্ন ওঠে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ান জানালেন,  বিপিএলের আরও উন্নতির জায়গা রয়েছে। 

সোমবার তিনি বলেন, ‘বিশ্বের অন্য টি-টোয়েন্টি লিগের সঙ্গে তুলনায় যেতে চাইলে বিপিএলকে আরও উন্নতি করতে হবে। আপনারা যেভাবে বিপিএল দেখতে চান, সেই জায়গায় নিয়ে যেতে হলে আরও অনেক কাজ করতে হবে।’

রংপুর শুধু বাবর আজম নন, দলের আরও তিন বিদেশি ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাইকেও হারাতে যাচ্ছে। এই চারজনকে হারিয়ে কিছুটা বিপাকে রংপুর। তাদের শূন্যস্থান পূরণ করতে আসছেন বড় তারকাই। দক্ষিণ আফ্রিকার  ভ্যান ডার ডুসেন, ডুয়ানে প্রিটোরিয়াস ও ইমরান তাহিরকে উড়িয়ে আনছে দলটি। মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহরা ফিরে যাবেন পাকিস্তানে, পিএসএলের জন্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম