Logo
Logo
×

খেলা

অ্যাবটের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম

অ্যাবটের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

শন অ্যাবটের অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া।

রোববার সিডনিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে ২৫৮ রান তুলেছিল স্বাগতিকরা। আট নম্বর পজিশনে নেমে ৬৩ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংসে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন শন অ্যাবট।

এছাড়া ম্যাথু শর্ট ৪১ ও ক্যামেরন গ্রিন করেন ৩৩ রান। আগ্রাসী ফিফটির পর বল হাতেও জ্বলে উঠে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৫ রানে গুটিয়ে দেন ম্যাচসেরা শন অ্যাবট। ৪০ রানে তিন উইকেট নেন তিনি।

আরেক পেসার জশ হ্যাজলউডও নেন তিন উইকেট। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন কেসি কার্টি। মঙ্গলবার ক্যানবেয়ার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২৫৮/৯, ৫০ ওভারে (অ্যাবট ৬৯, শর্ট ৪১, গ্রিন ৩৩, লাবুশেন ২৬, হার্ডি ২৬। মোট ৩/২৮, শেফার্ড ২/৫০, আলজারি জোসেফ ২/৭৪)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৭৫/১০, ৪৩.৩ ওভারে (কার্টি ৪০, শাই হোপ ২৯, চেজ ২৫। অ্যাবট ৩/৪০, হ্যাজলউড ৩/৪৩)।

ফল : অস্ট্রেলিয়া ৮৩ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : শন অ্যাবট (অস্ট্রেলিয়া)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম