Logo
Logo
×

খেলা

অনূর্ধ্ব ১৯

বাংলাদেশকে ১৫৬ রানের টার্গেট দিল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম

বাংলাদেশকে ১৫৬ রানের টার্গেট দিল পাকিস্তান

ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে আজকের ম্যাচটি অনেকটা ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। এতে পাকিস্তান বেশি রানের টার্গেট দিতে পারেনি বাংলাদেশকে। ১৫৫ রানেই গুটিয়ে গেছে তারা। 

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই রানের জন্য ধুঁকতে থাকে পাকিস্তান।

সেমিতে যেতে হলে বাংলাদেশকে শুধু জিতলেই হচ্ছে না, হিসাব মেলাতে হবে নেট রানরেটেরও। কঠিন সেই সমীকরণ বোলিংয়ে বেশ সহজ করে দিয়েছেন যুবা টাইগাররা। বর্ষণ-জীবনদের বোলিং তোপে ৪০.৪ ওভারে ১৫৫ রানেই আটকে যায় পাকিস্তান। ৩৮.১ ওভারের আগে জিততে পারলেই সেমিফাইনালে উঠে যাবে মাহফুজুর রহমান রাব্বির দল।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ একাদশ: শ্যামল হোসাইন, শাহজাইব খান, আজান আইস, সাদ বাইগ, আহমেদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাজ, উবাইদ শাহ, মোহাম্মদ জিসান, আলি আসফান্দ ও আলি রাজা।

বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ একাদশ: আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুর ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম