‘রিয়াদকে তার পজিশনে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২২ সালের এশিয়া কাপের পর থেকে টি-টোয়েন্টি দলের বাইরে তিনি।
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
ফর্মে থাকা রিয়াদকে নিয়ে সম্প্রতি ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে মাহমুদউল্লাহ অটোমেটিক চয়েস।
একই সুরে কথা বললেন জাতীয় দলের এক সময়ের মেন্টর ও বিসিবির বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেন, সত্যি কথা রিয়াদের যে অভিজ্ঞতা, যে ছন্দে আছে, তাতে ওর পজিশনে ওকে চ্যালেঞ্জ করার মতো ক্রিকেটার নেই। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদ দলে অটো-চয়েস হতেই পারে। আমাদের সেভাবেই চিন্তা করতে হবে।
বিপিএলের চলতি আসরের শুরু থেকে এখনো পর্যন্ত দুইশ রান করা একমাত্র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ৫ ইনিংসে ৫০.৫০ গড় ও ১৩৩.৭৭ স্ট্রাইক রেটে করেছেন তিনি ২০২ রান।
মাহমুদউল্লাহ ও মুশফিকের পারফরম্যান্সকে তরুণদের জন্য প্রেরণা মনে করেন খালেদ মাহমুদ।
তিনি বলেন, রিয়াদ ও মুশফিক অনেক অভিজ্ঞ। ওরা সব বিপিএলেই খেলেছে। আমি যেটা বলছি- ওদের পারফরম্যান্স ছোটদের জন্য প্রেরণাও হতে পারে যে, বড় ভাইয়েরা যদি এ মানসিকতা ও তাড়না নিয়ে ক্রিকেট খেলতে পারে, সবার জন্যই শিক্ষা হতে পারে এটা।
আরও পড়ুন
>> টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ ‘অটোমেটিক চয়েস’