Logo
Logo
×

খেলা

ইস্টবেঙ্গলে সানজিদার ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

ইস্টবেঙ্গলে সানজিদার ইতিহাস

ভারতীয় নারী ফুটবল লিগের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হয়ে গেল বাংলাদেশ ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তারের।

মঙ্গলবার ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলে স্পোর্টস ওড়িশার বিপক্ষে। এদিন বাংলাদেশ জাতীয় দলের উইঙ্গার সানজিদাকে একাদশে রাখে লাল-হলুদ দলের কোচ।

অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়া হয়ে গেল সানজিদার। ইস্টবেঙ্গল নারী ফুটবল দলে প্রথম বিদেশি সানজিদা। চলতি লিগে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি খেলছেন কিকস্টার্ট এফসিতে। ৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে সাবিনা ও সানজিদার ক্লাব।

১৯৮৬ সালে বাংলাদেশের ফুটবলারদের প্রথম পা পড়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে। ওই সময় লাল-হলুদ দলে ডুরান্ড কাপে খেলেছিলেন ওয়াসিম ইকবাল ও শেখ মোহাম্মদ আসলাম।

১৯৯১ সালে মোনেম মুন্না, আসলাম, গাউস, রুমিরা ইস্টবেঙ্গলে খেলেছেন। ’৯২, ’৯৩ সালে খেলে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রেখেছিলেন মুন্না। ওয়ামিস, মুন্না, আসলাম, রুমি, গাউসদের স্মৃতিবিজড়িত ক্লাবে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে অভিষেক হলো সানজিদার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম