Logo
Logo
×

খেলা

‘বিশ্বকাপ জয়ে ভারতের মতো সব দলকে গুরুত্ব দিতে হবে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম

‘বিশ্বকাপ জয়ে ভারতের মতো সব দলকে গুরুত্ব দিতে হবে’

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে বাবর আজমদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। 

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে হলে শুধুমাত্র ভারত ম্যাচ নিয়ে চিন্তা করলে হবে না, অন্যান্য অনেক ভালো দল হয়েছে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই ম্যাচ জিততে হবে। 

আফ্রিদি বলেন, বিশ্বকাপে পাকিস্তানের জন্য একজন অধিনায়ক করা উচিত এবং প্রতিটি ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক থাকা উচিত নয়। বিশ্বকাপ জয়ে আমাদের ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিংয়ে মনোযোগ দেওয়া উচিত। 

সবশেষে আফ্রিদি পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ডিরেক্টর কাম-প্রধান কোচ মোহাম্মদ হাফিজকে সমর্থন করে বলেন, হাফিজ প্রচুর ক্রিকেট খেলেছে। তাকে ক্রিকেট পরিচালক হিসেবে সময় দেওয়া উচিত। আপনি যদি মনে করেন হাফিজ একটি সিরিজে সবকিছু ঠিক করে দেবে- এমনটি ভাবা উচিত নয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম