Logo
Logo
×

খেলা

তারকা ক্রিকেটারের আইফোন ও ডলার চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম

তারকা ক্রিকেটারের আইফোন ও ডলার চুরি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা খেলোয়াড় স্বর্ণা আক্তারের দুটি আইফোন ও সাড়ে ৩ হাজার ডলারসহ মোট সাড়ে ৫ লাখ টাকার জিনিসপত্র চুরি হয়েছে। 

এ ঘটনায় ক্রিকেটার স্বর্ণা বাদী হয়ে মো. আল-আমিন দেওয়ান নামে একজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৯ জানুয়ারি দুপুরের দিকে জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার স্বর্ণা আক্তারের রাজধানীর পূর্ব রাজাবাজারের ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে তিন হাজার ডলার, সাড়ে ৬ হাজার নগদ টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে। এ অভিযোগে তিনি থানায় এসে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান অন্য এক নারী ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন।

মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ানকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনিপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুম মেট। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আল-আমিন দেওয়ান মাঠে এসে আমাকে বলেন, 'তোমার মোবাইল ফোন কোথায়?' আমি বলি আমার ব্যাগে। এরপর তিনি আমার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি উঠিয়ে বেলা ১২টার দিকে মাঠ থেকে চলে যান। এরপর স্বর্ণা ব্যাগ চেক করে দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা) এবং আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।

স্বর্ণা আক্তার আরও অভিযোগ করেন, আমার অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে ফোন করলে ওই ফোন দুটি বন্ধ পাই। মাঠের অনুশীলন শেষে বেলা সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি ফ্ল্যাটের মূল দরজা লক করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করে দেখতে পাই রুমের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে ৩ হাজার ৫০০ ডলার চুরি করে নিয়ে গেছে। রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন

>> নারী আইপিএলের নিলামে অবিক্রীত স্বর্ণা

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম