Logo
Logo
×

খেলা

শামারকে টেস্টের ত্রাতা বললেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম

শামারকে টেস্টের ত্রাতা বললেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি

টেস্ট অভিষেকে কীর্তি গড়া বোলিং, দ্বিতীয় ম্যাচে চোট নিয়ে দলকে জেতানো অবিস্মরণীয় পারফরম্যান্স। ক্যারিয়ার শুরু হতে না হতেই মহাতারকা হয়ে গেছেন শামার জোসেফ।

ব্রিসবেনে দুর্দান্ত এক স্পেলে সাত উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট জেতানো ২৪ বছর বয়সি এই পেসার এখন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম। পারফরম্যান্সের সঙ্গে তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প জুড়ে দিলে, তা হার মানাবে রূপকথাকে।

স্বাভাবিকভাবেই নতুন তারকার আবির্ভাবে মুগ্ধতা, প্রশংসা ও স্তুতির জোয়ার বইছে। পাশাপাশি শঙ্কাও উঁকি দিচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে কতদিন পাওয়া যাবে শামার জোসেফকে?

এটাই এখন ক্যারিবিয়ান ক্রিকেটের বাস্তবতা। জাতীয় দলে ভালো শুরুর পর ক্রমেই সবাই বুঁদ হয়ে যান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তবে শঙ্কার মেঘ সরিয়ে জোসেফের প্রত্যয়, এই যুগেও তিনি সব সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলাকে প্রাধান্য দিয়ে যাবেন।

পূর্বসূরি গেইল, ব্রাভো, রাসেলদের মতো টেস্ট ছেড়ে ফ্রিল্যান্স ক্রিকেটার হওয়ার ইচ্ছা নেই গায়ানার এক দুর্গম গ্রাম থেকে অনেক লড়াই করে উঠে আসা জোসেফের, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে সব সময় প্রস্তুত থাকব আমি। সরাসরি একথা বলতে কোনো ভয় নেই আমার। হয়তো এমন সময় আসবে, যখন টি ২০ ও টেস্ট থাকবে একই সময়ে। যত অর্থের হাতছানিই আমার সামনে আসুক না কেন, আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে প্রস্তুত থাকব।’

জোসেফের মতো প্রতিভাদের ঝরে যাওয়া ঠেকাতে সাবেক উইন্ডিজ পেসার ইয়ান বিশপের পরামর্শ, ‘শামার জোসেফ ও আরও কয়েকজন পেসারকে ক্যারিবিয়ানে রেখে, তারা কী পরিমাণ ক্রিকেট খেলবে সেটা নিয়ন্ত্রণ করার জন্য অর্থ বরাদ্দের পথ খুঁজে বের করতে হবে বোর্ড, গায়না সরকার ও সংশ্লিষ্ট সবাইকে। গতিই তাদের সব। সেটা ফুরিয়ে যেতে দেবেন না।’ 

জোসেফে মুগ্ধ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহও। তার প্রত্যাশা, টেস্ট ক্রিকেটের ত্রাতা হবেন জোসেফ। ওয়াহ বলেছেন, ‘এই ছেলেটা ক্রিকেটের শুদ্ধতম সংস্করণের ত্রাতা হতে পারে। সে একার হাতে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের আবেগ পুনর্জীবিত করেছে। অনেক অভিনন্দন শামার জোসেফ।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম