Logo
Logo
×

খেলা

হরভজনকে বিয়ে করাই কি কাল হলো বলিউড নায়িকা গীতার?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম

হরভজনকে বিয়ে করাই কি কাল হলো বলিউড নায়িকা গীতার?

ক্রিকেটারদের সঙ্গে বলিউড নায়িকাদের ঘর বাঁধার উদাহরণ রয়েছে বহু। মনসুর-শর্মিলা থেকে বিরাট-আনুশকা, রাহুল-আথিয়া— খেলোয়াড়রা গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রীদের সঙ্গে। এ তালিকার আরও এক চর্চিত জুটি হলো— হরভজন সিংহ ও অভিনেত্রী গীতা বসরা।

২০১৫ সালে ঘর বাঁধেন এ জুটি। কিন্তু তার আগে এক দীর্ঘ প্রেমের পথ হেঁটেছেন দুজনে। ২০০৭ সালে মুক্তি পায় গীতার দ্বিতীয় ছবি ‘দ্য ট্রেন’। গীতার প্রথম ছবি ‘দিল দিয়া হ্যায়’ হিট করেনি। তবে দ্বিতীয় ছবির হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা পান গীতা। বলিপাড়ার চর্চায় আসেন তিনি। বলিউডে নিজের জায়গা পাকা করার দিকে সবে গুটি গুটি পায়ে এগোচ্ছিলেন গীতা। আর সেই সময়ই তার জীবনে আসেন হরভজন।

‘দ্য ট্রেন’ ছবির একটি গানের দৃশ্যে গীতাকে দেখে প্রেমে পড়ে যান হরভজন। কিন্তু গীতাকে ব্যক্তিগতভাবে চিনতেন না। এদিকে গীতার সঙ্গে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন হরভজন। কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারছিলেন না তিনি। কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে হরভজন নিজেই প্রেমের জন্য আকুল হয়ে ওঠার সেই গল্প করেছেন। 

গীতার সঙ্গে দেখা করার ইচ্ছা তাকে অস্থির করে তুলেছিল। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেরই এক সতীর্থের কাছ থেকে গীতার বিষয়ে খোঁজখবর নিয়েছিলেন। নম্বর জোগাড় করে গীতাকে মেসেজ করেন হরভজন। কফি খেতে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু গীতা সেই সময় পাত্তা দেননি।

শেষ পর্যন্ত বিদেশের মাটিতে হরভজন আর গীতার দেখা হয়। সম্পর্কের শুরুটা হয়েছিল একেবারে নিখাদ বন্ধুত্ব দিয়ে। তার পর প্রেম, সেখান থেকে বিয়ে। কিন্তু বিয়ের পর থেকেই গীতার ক্যারিয়ার অস্তগামী হতে শুরু করে। সংসার শুরুর পর একটি পাঞ্জাবি ও হিন্দি ছবিতে কাজ করেছিলেন গীতা। কিন্তু কোনোটাই সাফল্যের মুখ দেখেনি। পরে স্বামী, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বলিউড থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন তিনি। 

বিয়ের এক বছরের মাথায় কোল আলো করে আসে কন্যাসন্তান। তবে পর্দায় না থাকলেও চর্চায় আছেন গীতা। হরভজনের স্ত্রী— এটাই এখন তার একমাত্র পরিচয়। ২০২১ সালে দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন। ঘরে এসেছে শিশুপুত্র। ছেলে, মেয়ে আর স্বামীকে নিয়ে গীতার সংসার এখন। 

অন্য নারীর সঙ্গে ভিকির ঘনিষ্ঠ ছবি, যে সিদ্ধান্ত নিলেন অঙ্কিতা

ব্যবসায় নামলেন সানি লিওন

নিন্দুকেরা অবশ্য বলেন, গীতা সম্ভাবনাময় ছিলেন। দেখতেও সুন্দরী। কিন্তু হরভজনের সঙ্গে বিয়ে হওয়াটাই নাকি ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াল। না হলে এতদিনে অভিনেত্রী হিসাবে গীতা দর্শকের মনে জায়গা করে নিতেন। তবে এসব নিয়ে অবশ্য কখনো আক্ষেপ করতে শোনা যায়নি গীতাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম