মুশফিক ভাই ও আমি ভেবেছিলাম ম্যাচ জিতব: মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
চট্টগ্রামের ছুড়ে দেওয়া ১৯৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বরিশাল। দলীয় ১০১ রানে ৫ম উইকেট হারালে ক্রিজে নামেন মিরাজ। অপর প্রান্তে তখন মুশফিকুর রহিম। মিরাজ নেমেই শুরু করেন মারকুটে ব্যাটিং। তখনো জয়ের স্বপ্ন দেখছিল বরিশাল, জানালেন মিরাজ।
তিনি বলেন, আমি আর মুশফিক ভাই যখন ব্যাটিং করছিলাম, তখনো মনে করছিলাম আমরা ম্যাচ জিতব। তখন পর্যন্ত (আশাবাদী) ছিলাম।
আরও পড়ুন: বোলিংয়ে সমালোচনার কড়া জবাব, যা বললেন মাশরাফি
মিরাজ মনে করেন, পুরো ম্যাচ যারা দেখেছেন, তাদের কাছে মনে হতেই পারে— একপেশেভাবে ম্যাচ জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু জয়-পরাজয়ের ব্যবধানটা মাত্র ১০ রানের। বল হাতে কিছু রান কম দিলে বা ব্যাট হাতে আরও কিছু রান নিতে পারলেই... জয় পাওয়া যেত।
তবে মিরাজ ব্যাট হাতে কোনো ভুল দেখছেন না। বোলাররা শেষ দিকে রান আটকাতে না পারাই হারের কারণ, মনে করেন ১৬ বলে ৩৫ রানের ইনিংস খেলা এই অলরাউন্ডার। তিনি মনে করেন, আমাদের ভুল ছিল। এ জন্য হয়নি। উইকেট ভালো ছিল। শেষ ৫ ওভার ওরকম ভালো বোলিং করিনি। ওরা অনেক রান করে ফেলেছে। আমরা একটু বেশি রান দিয়ে ফেলেছি।
এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটি ম্যাচেই হেরেছে বরিশাল। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে দারুণভাবে আসর শুরু করলেও একে একে তিন ম্যাচ হেরে কোণঠাসা সাউদার্ন আর্মিরা।