Logo
Logo
×

খেলা

ব্যাটসম্যানদের যে পরামর্শ দিলেন রিজওয়ান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১১:০১ পিএম

ব্যাটসম্যানদের যে পরামর্শ দিলেন রিজওয়ান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। 

বিপিএলে খেলতে এসে সময় পেলেই টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটসম্যান। 

কুমিল্লার উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক বৃহস্পতিবার সিলেটে সংবাদমাধ্যমকে বলেন, ‘উনি কোনো না কোনো বিষয়ে বলতে থাকেন। খেলাধুলার ক্ষেত্রে হোক, দৈনন্দিন জীবনে হোক, কিভাবে ভালো হয়, আরও ভালো করা যায় সেটা উনি সবসময় বলতে থাকেন। উনার সাথে আমিই একটু বেশি থাকি। উনার ভালো দিকগুলো নিতে চাই। সবসময় ইতিবাচক কথাবার্তা বলেন। আপনি যদি যান আপনার সাথেও এরকমই কথা বলবে।’

জাকের আলী আরও বলেন, ‘গত বছরও টানা ৩ ম্যাচ হারের পর রিজওয়ান ভাই আসেন। উনি সবসময় এসেই সবাইকে একসাথে করার চেষ্টা করেন। এবারো... ম্যাচের দিন রাত প্রায় ১২টা-১টার দিকে আসেন। সকালে এসেই সবার সাথে নিজ থেকে কথা বলেছেন। দায়িত্ব নিয়ে কাজ করেছেন। কিপিং নিয়ে আমার এতটা কথা হয়নি।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম