Logo
Logo
×

খেলা

শুক্রবার শুরু হবে বিপিএলের সিলেট পর্ব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম

শুক্রবার শুরু হবে বিপিএলের সিলেট পর্ব

মিরপুর স্টেডিয়ামে চারদিনে আট ম্যাচ শেষে বিপিএল এখন সিলেটে। আগামীকাল শুক্রবার শুরু সিলেট পর্ব। 

মিরপুরের উইকেটে দিনের চার ম্যাচে কোনো দলই দেড়শর বেশি রান করতে পারেনি। আর রাতের ম্যাচে ১৮০-র বেশি রান করেও জেতা সম্ভব হয়নি। মিরপুরে যারা প্রথমে ব্যাট করেছে তারা জিততে পারেনি। 

সিলেটের উইকেটে বড় সংগ্রহের আভাস পাওয়া যাচ্ছে। আজ সিলেটে প্রথম ম্যাচে বেলা ২টায় খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় স্বাগতিক দলের প্রতিপক্ষ কুমিল্লা। 
সিলেটে টিকিটের চাহিদা তুঙ্গে। 

আগামীকাল সেখানে কোনো আসন ফাঁকা থাকবে না। মাঠের লড়াইটাও জমজমাট হবে, আশা করা যায়। সিলেটের উইকেটে অনেক রান হয়। এবারও তেমনটা প্রত্যাশা সবার। 

বৃহস্পতিবার সব দলের ক্রিকেটাররা অনুশীলন করেছেন। গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর আশা করছে। প্রথম দুই ম্যাচে তারা হেরেছে। দলের অধিনায়ক মাশরাফি মুর্তজাকে নিয়ে সমালোচকরা সরব। খেলার মতো ফিট না থাকলেও মালিকপক্ষের চাওয়ায় তিনি খেলে যাচ্ছেন। 

দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও মোহাম্মদ আশরাফুল বলেছেন, আনফিট খেলোয়াড় খেলিয়ে বিপিএলের মান নষ্ট করা হচ্ছে। একই সঙ্গে তরুণ ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে না। ‘মাশরাফিও দ্বিমত করেননি। কাল সিলেটে সবাই অনুশীলন করলেও ছিলেন না মাশরাফি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম