বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কোহলি, টেস্টে উসমান খাজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০২৩ সালের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর দারুণ কেটেছে কামিন্সের।
ভারতে ওয়ানডে বিশ্বকাপ জেতা ছাড়াও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার নেতৃত্বে জিতেছে অস্ট্রেলিয়া। কামিন্স সতীর্থ ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে হারিয়ে এই স্বীকৃতি আদায় করে নেন।
এদিকে গত বছর দুর্দান্ত সব পারফরম্যান্স উপহার দেওয়ার স্বীকৃতি পেয়েছেন কোহলি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। সেরার লড়াইয়ে কোহলি হারিয়েছেন তার দুই সতীর্থ শুবমান গিল ও মোহাম্মদ শামির সঙ্গে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে।
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। তিনি পেছনে ফেলেছেন স্বদেশি ট্রাভিস হেড, ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে।
বৃহস্পতিবার খাজাকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। টানা দ্বিতীয়বার মনোনয়ন পেয়ে এবারই প্রথম সেরার পুরস্কার জিতলেন এই অসি ওপেনার।