চার মাস নিষিদ্ধ করা হলো জিম্বাবুয়ের দুই তারকা ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতাকে। তাদের শাস্তি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
মাভুতা ও মাধেভেরে গতকাল ডিসিপ্লিনারি শুনানিতে মাদক নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
তাদের চার মাস নিষিদ্ধ করার পাশাপাশি তিন মাসের বেতনের ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। চলতি জানুয়ারি থেকেই এটা কার্যকর হবে।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিসিপ্লিনারি কমিটি তদন্ত করে জানতে পেরেছে তারা দুজনেই মাদক নিয়েছে; যা মারাত্মক অপরাধ। মাদক নেওয়ার বিষয়টি বরদাশত করার মতো নয়। দুই ক্রিকেটার নিয়ম ভাঙায় সংগঠন ও খেলার দুর্নাম হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিটি বেশ কিছু বিষয় বিবেচনা করেছে। দুই খেলোয়াড়ই অনুশোচনা করছেন এবং অভ্যাস দূর করার জন্য কাজ করছেন।’
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে বিনোদনমূলক নিষিদ্ধ ওষুধ নিয়ে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন মাভুতা ও মাধেভেরে।