Logo
Logo
×

খেলা

ফুটবলের উন্নয়নে ১০০ কোটি টাকা চায় বাফুফে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম

ফুটবলের উন্নয়নে ১০০ কোটি টাকা চায় বাফুফে

সরকারের কাছে ১০০ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের হাতে সরকারি টাকা নিরাপদ কিনা প্রশ্ন উঠেছে যুব ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বাফুফের সভা শেষে। এরআগে ২০ কোটি টাকা পেয়েছিল বাফুফে। কিন্তু সেই অর্থ সরকারের নির্দেশনা মেনে খরচ করেনি বাফুফে।

গত অর্থবছরে সরকারের কাছে আরও ৪৮০ কোটি টাকা চায় তারা। সেই প্রকল্প বাতিল হয় বাফুফের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে। বুধবার যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি বসেছিলেন বাফুফের কর্তাদের সঙ্গে।

সভায় সেই প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘সেই প্রকল্পের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।’ প্রকল্পের অর্থ পেলে সঠিকভাবে ব্যয় হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাফুফের সিনিয়র সহসভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি বলেন, ‘আমরা সরকারের নির্দেশনা অনুসরণ করব।’

সচিবালয়ে প্রায় তিন ঘণ্টার সভা শেষে নাজমুল হাসান বলেন, ‘ফুটবলে দেশে-বিদেশে খেলায় অংশগ্রহণে অনেক ব্যয় হয়। তাই তাদের বাজেট চাহিদাও বেশি থাকবে, এটাই স্বাভাবিক।’ বাফুফে কর্তারা সাক্ষাতে স্টেডিয়াম সংকটের পাশাপাশি সীডমানির (স্থায়ী আমানত) বিষয়টিও তুলে ধরেন। স্থায়ী আমানতের সুদ দিয়ে ফুটবল ফেডারেশন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে।

ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এখনই ১০০ কোটি টাকার সীডমানি নিয়ে ভাবছি না। এটা নিয়ে মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে বসতে হবে। তাদের রাজি করানো যাবে কিনা জানি না।’

ক্রীড়ামন্ত্রী ফুটবলের বর্তমান সংকট নিরসনকে প্রাধান্য দিয়েছেন, ‘আপাতত সামনে যে খেলাগুলো রয়েছে সেগুলোর স্পন্সর করতে হবে। অবকাঠামো সমস্যার সমাধান করার দিকে নজর দিতে হবে।’

কমলাপুর স্টেডিয়ামের বিষয়ে মন্ত্রীর কথা, ‘কমলাপুর স্টেডিয়াম উন্নয়নের বিষয়টি আমরা ভাবছি। যদি আরও উন্নত করা যায়, তাহলে সেখানেও অনেক টুর্নামেন্ট হতে পারে।’ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে নাজমুল হাসান বলেন, ‘বাফুফের মাঠ সংকট প্রকট। বঙ্গবন্ধু স্টেডিয়াম তাদের দরকার।’

ক্রীড়ামন্ত্রী বলেন, ‘বাফুফে বলেছে কয়েক বছরের মধ্যে এশিয়া কাপে খেলা সম্ভব। এজন্য কী প্রয়োজন সেটার বিস্তারিত চাওয়া হয়েছে। তাদের চাহিদা আমরা কতটুকু পূরণ করতে পারি দেখব।’ অসুস্থতার কারণে সভায় যোগ দিতে পারেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

এদিকে হকি ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়েছে, আউটডোর হকিতে না হলেও দ্রুত ফাইভ-এ-সাইড ইনডোর হকিতে বিশ্বকাপ খেলা সম্ভব। নাজমুল হাসান সেটিকে স্বাগত জানিয়েছেন। একটি ইনডোর স্টেডিয়ামের দাবি হকি ফেডারেশনের।

মন্ত্রী জানিয়েছেন, তিনি এ ব্যাপারে ইতিবাচক। ঢাকার বাইরে থেকে হকি খেলোয়াড় তুলে আনতে ফরিদপুর, রাজশাহী ও চট্টগ্রামে হকি টার্ফ চেয়েছে ফেডারেশন। নাজমুল হাসান মনে করেন এটা প্রয়োজন। তার কথায়, ‘এটি আসলেই প্রয়োজন। হকির অবকাঠামো ছাড়া খেলোয়াড় উঠে আসবে কোথা থেকে। আমরা তাই ওদের চাহিদা পূরণের চেষ্টা করব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম