![দুই ম্যাচ নিষিদ্ধ আশরোর গফুরভ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/24/image-766826-1706111418.jpg)
এএফসি কাপের গ্রুপপর্বে ভারতের ওড়িশার কাছে হেরে বিদায় নিয়েছিল কিংস। ওই ম্যাচ বিতর্কিত হয় উজবেকিস্তানের মিডফিল্ডার আশরোর গফুরভ লাল কার্ড পাওয়ায়।
প্রথমার্ধের শেষদিকে ওডিশার মরোক্কান মিডফিল্ডার আহমেদ জাহুকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড পান তিনি। ১০ জনের দলে পরিণত হওয়া কিংস হারের পর ১১ ডিসেম্বরের ওই ম্যাচে রেফারির সমালোচনা করেন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু তাকে কোনো শাস্তি দেয়নি এএফসি।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি উজবেক ফুটবলার গফুরভের অপরাধকে গুরুতর মনে করে এএফসির টুর্নামেন্টে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। সে সঙ্গে এক হাজার মার্কিন ডলার জরিমানাও গুনতে হবে গফুরভকে। এএফসি তাদের শৃঙ্খলা নীতিমালার ৩৮.২.৩ ধারা অনুযায়ী এ শাস্তি দিয়েছে।
গফুরভকে জরিমানার অর্থ ১৫ জানুয়ারি থেকে পরবর্তী এক মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। ডিসিপ্লিনারি ও এথিকস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ জানুয়ারি। বৈঠকের সিদ্ধান্ত মঙ্গলবার এএফসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।