Logo
Logo
×

খেলা

শোয়েব মালিক-সানা জাভেদের ভিডিও ভাইরাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ পিএম

শোয়েব মালিক-সানা জাভেদের ভিডিও ভাইরাল

২০১০ সালে ভারতীয় ব্যবসায়ী এবং বাল্যবন্ধু সোহরাব মির্জাকে ধোঁকা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। 

গত শনিবার হঠাৎ করেই সবকিছু বদলে যায়। ভেঙে চুরমার হয়ে যায় সানিয়া-শোয়েব মালিকের দীর্ঘ ১৩ বছরের সংসার জীবন। তাদের পাঁচ বছর বয়সি ইজহান নামে একটি পুত্রসন্তান রয়েছে।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে ছেড়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। তারপরই জানা যায় সানিয়ার সঙ্গে আগেই ডিভোর্স হয়ে গেছে শোয়েব মালিকের।

নতুন বিয়ের পর শোয়েব মালিক-সানা জাভেদের ২০২১ সালের পুরোনো একটি ভিডিও প্রকাশ্যে আসে। একটি টিভি অনুষ্ঠানে সানা জাভেদ-শোয়েব মালিক একে অপরের উদ্দেশে প্রেমের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। 

সেই ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকেই শোয়েব মালিকের সমালোচনা করেছেন। অনেকে বলেছেন, নিজের কাজের জন্য শোয়েব মালিকের লজ্জা হওয়া উচিত। নতুন এই ভিডিওর কারণে অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার। 

আরও পড়ুন

>> জীবনের ম্যাচে হেরে গেলেন ‘টেনিস সুন্দরী’!

>> সানিয়া না শোয়েব, কে বেশি ধনী?

>> ডিভোর্সের পর কত টাকা পাবেন সানিয়া?

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম