Logo
Logo
×

খেলা

ভারতীয় ব্যাটসম্যানকে ড্রেসিংরুমে ফেরার ইঙ্গিত করায় শাস্তি 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম

ভারতীয় ব্যাটসম্যানকে ড্রেসিংরুমে ফেরার ইঙ্গিত করায় শাস্তি 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। গত শনিবার সেই ম্যাচে ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশের যুবারা হেরে যায় ৮৪ রানে।

সেই ম্যাচে ৮ ওভারে ৪৩ রানে ভারতীয় পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তরুণ পেসার মারুফ মৃধা। ভারতীয় ব্যাটসম্যানদের একের পর এক আউট করে দুইবার আক্রমণাত্মক মনোভাবে ড্রেসিংরুমে ফেরারি ইঙ্গিত দেন মারুফ। 

যে কারণে আইসিসির প্লেয়িং কন্ডিশনের নীতি ভঙ্গ হয়। আইসিসির নিয়ম ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন এই বাঁহাতি পেসার। 

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করায় তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে; যা গত ২৪ মাসে তার নামের পাশে প্রথম ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি তাকে তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিয়ম ভঙ্গ করায় ম্যাচ অফিসিয়ালরা মারুফের বিরুদ্ধে অভিযোগ আনেন। বাংলাদেশি এই পেসার আইসিসির ম্যাচ রেফারির দেওয়া সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

আরও পড়ুন

>> আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগার যুবাদের দাপুটে জয়

>> পরাজয়ে বিশ্বকাপ শুরু টাইগার যুবাদের

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম