Logo
Logo
×

খেলা

আশরাফুলের সমালোচনা, যা বললেন মাশরাফি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম

আশরাফুলের সমালোচনা, যা বললেন মাশরাফি

আজ বিপিএল সম্প্রচারকারী টেলিভিশনে সিলেট-রংপুর ম্যাচের বিশ্লেষণী অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সমালোচনা করেছেন মাশরাফি বিন মুর্তজার। 

আশরাফুল বলেছেন, ‘এই টুর্নামেন্টে আসলে...সে (মাশরাফি) কিন্তু খেলতে চাচ্ছিল না, মালিকেরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয়, এই টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে। কারণ এ ধরনের টুর্নামেন্ট বিশ্বজুড়ে দেখছে। এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ। তাদের (সিলেট স্ট্রাইকার্স) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিল, এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত। এ জায়গায় একটা মিসিং।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশরাফুলের মন্তব্য নিয়ে মাশরাফি বলেন, ‘সব জিনিস সব জায়গায় ব্যাখ্যা করা যায় না। তবে আমি যেটা মনে করেছি, এটা (চোট নিয়েও খেলা) আইডিয়াল সিচুয়েশন না। আর কে খেললে ভালো হতো সেটা পরের বিষয়, টিমের বিষয়। ওটা নিয়ে তো টিম কারও সঙ্গে আলোচনায় বসবে না বা করবে না। বাট, যেটা আপনি বলছেন, আইডিয়াল সিচুয়েশন অভিয়াসলি ওইটাই মাশরাফির না খেলা উচিত।’

চোট নিয়ে খেলা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘টু বি ভেরি অনেস্ট, আইডিয়াল সিচুয়েশনে না হলে (না খেললে) ভালো হয়। কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা যায় না।’

আরও পড়ুন

>> মাশরাফির কারণে সুযোগ পাচ্ছেন না তরুণরা

>> ‘মাশরাফি ভাই মাঠে থাকাটাই আমাদের মোটিভেশন’

>> বিপিএল মিলিয়ে দিয়েছে গুরু-শিষ্যকে

 

>>

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম