Logo
Logo
×

খেলা

পাকিস্তানি ক্রিকেটারদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন সানিয়া! 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

পাকিস্তানি ক্রিকেটারদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন সানিয়া! 

শোয়েব মালিক (বাঁ দিকে), সানিয়া মির্জা। —ফাইল ছবি

পাকিস্তানের ক্রিকেটারদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন সানিয়া মির্জ়া। তাও আবার শোয়েব মালিকের সঙ্গে তার বিয়ে হওয়ার পরে। সেই পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। 

তার পরেই অনেকে প্রশ্ন তুলেছেন, নিছক মজা করে কি সে কথা বলেছিলেন সানিয়া? না কি বিয়ের পর থেকেই শোয়েবকে নিয়ে বিরক্ত ছিলেন তিনি?

শোয়েব ও সানিয়া একটি অনুষ্ঠান করতেন। সেখানে অতিথি হিসাবে এসেছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। 

আরও পড়ুন: ‘বন্ধুর বউ চোর’ বলে কটাক্ষ শোয়েবকে!

কথা বলতে গিয়ে সানিয়া বলেন, আমি সবাইকে একটা কথা বলতে চাই। আমি নিশ্চিত, জইনাব (রিয়াজের স্ত্রী) আমার কথার সঙ্গে একমত হবে। পাকিস্তানের ক্রিকেটারদের সব থেকে প্রিয় কাজ স্ত্রীদের নিয়ে মজা করা। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই অনেক প্রশ্ন উঠতে শুরু করে।

সানিয়ার মতো শোয়েবেরও একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সাবেক সতীর্থ শোয়েব আখতারের সঙ্গে শোয়েবের একটি সাক্ষাৎকারের ভিডিও হইচই ফেলে দেয়। সেটি শোয়েব মালিক ও সানিয়ার বিয়ের আগের। 

সেখানে আখতার প্রশ্ন করেন যে শোয়েব কি কোনো মেয়েকে পছন্দ করেন? জবাবে শোয়েব মালিক বলেন, একটা মজার কথা বলব। সব মেয়েকেই আমার ভালো লাগে। ওরা আমার মনে নিজেদের জায়গা করে নেয়।
আখতার আবার শোয়েব মালিককে পছন্দের নাম বলতে বলেন। জবাবে শোয়েব মালিক বলেন, পাঁচ জন নয়, ৫০০ জন আছে। কার কার নাম বলব?
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম