Logo
Logo
×

খেলা

মদকাণ্ডে ম্যাক্সওয়েল, তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪১ এএম

মদকাণ্ডে ম্যাক্সওয়েল, তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া

অ্যালকোহল (মদ) কাণ্ডে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে। তবে হাসপাতালে বেশি সময় থাকতে হয়নি তাকে। এমনকি অনুশীলনেও ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। তবে ঘটনার তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিগ ব্যাশ শেষ হওয়ার পর সেলেব্রিটি গলফ টুর্নামেন্টের জন্য অ্যাডিলেডে ছিলেন ম্যাক্সওয়েল। সেখানেই একটি পানশালায় ‘সিক্স অ্যান্ড আউট’ ব্যান্ডের কনসার্ট উপভোগ করতে যান তিনি। যে ব্যান্ডের সদস্য অস্ট্রেলিয়ার সাবেক দুই সহোদর ক্রিকেটার ব্রেট লি ও শেন লি। কনসার্টের ঠিক মাঝখানেই অ্যাম্বুলেন্স ডাকা হয়। সেটাতে করে হাসপাতালে নেওয়া হয় ম্যাক্সওয়েলকে।  

আরও পড়ুন: পাকিস্তানের ক্রিকেটে অশান্তি, আশরাফকে দায়ী করলেন ইনজামাম

ঠিক কী ঘটনা ঘটেছে তা জানতেই তদন্ত করছে। এদিকে মঙ্গলবার সকালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয় ম্যাক্সওয়েলকে। যদিও তার বাদ পড়ার পেছনে ‘মদ-কাণ্ডে’র কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: শোয়েবের নতুন স্ত্রী কে এই সানা জাভেদ?

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘অ্যাডিলেডে এই সপ্তাহান্তে ম্যাক্সওয়েলকে ঘিরে যে ঘটনা ঘটেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া তা অবগত এবং সে বিষয়ে আরও তথ্য খোঁজা হচ্ছে। ওয়ানডে স্কোয়াডে তাকে না রাখার সঙ্গে এটার (অ্যাডিলেডের ঘটনা) সম্পর্ক নেই। বিগ ব্যাশ শেষেই তার (ম্যাক্সওয়েল) ওয়ার্কলোড ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আর বলা সম্ভব নয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম