ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরুর সম্ভাব্য দিনক্ষণ জানা গেল। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে মার্চের শেষ সপ্তাহে শুরু হতে পারে টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।
জানা যায়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের স্টেকহোল্ডারদের সঙ্গে নারীদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সময়সূচি নিয়ে আলোচনা করেছে।
নারী আইপিএল ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত চলবে। নারীদের আইপিএল শেষ হওয়ার পাঁচ দিন পর শুরু হবে বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল।
আইপিএলের সময়সূচি সম্পর্কে অবশ্য এখনো নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না। মূলত দেশের সাধারণ নির্বাচনের তারিখের ওপর নির্ভর করছে আইপিএলের শুরুর দিনক্ষণ।
বিসিসিআই আশা করছে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ভারতের মাঠে আইপিএল শুরু করতে পারবে।
ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যানুসারে আইপিএলের আসন্ন ১৭তম আসর ২২ মার্চ শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলতে পারে।
আরও পড়ুন
>> আইপিএলে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার