Logo
Logo
×

খেলা

পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান শাহ খাওয়ার 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম

পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান শাহ খাওয়ার 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাকা আশরাফ। পিসিবির নিয়ম অনুযায়ী বোর্ডের পরবর্তী প্রধান নিয়োগ দেবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী। এতে বরখাস্তের আগে নিজে থেকেই সরে দাঁড়ালেন আশরাফ। 

জাকা আশরাফের পদত্যাগের একদিন না পেরোতেই নতুন বোর্ডপ্রধান নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ খাওয়ার। জাকা আশরাফের দায়িত্বকালে শাহ খাওয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। 

নতুন বোর্ডপ্রধান নিয়োগের আগপর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে থাকবেন খাওয়ার। তিনি পিসিবির আসন্ন নির্বাচন তদারকি করবেন। গত বছরের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সময়ে বোর্ডপ্রধান হিসেবে নিয়োগ পান জাকা আশরাফ।

দেশটিতে নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার-উল-হক কাকার আসার পর পিসিবির পদেও রদবদল করা হয়। নির্বাচনের মধ্য দিয়ে শীঘ্রই আসবেন পূর্ণকালীন কেউ।

আরও পড়ুন

>> পিসিবির চেয়ারম্যানের নাম ঘোষণা

>> পিসিবি প্রধানের পদত্যাগ

>> বাবরের অধিনায়কত্ব নিয়ে জাকা আশরাফের আরেকটি অডিও ফাঁস!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম