লন্ডন থেকে চোখের চিকিৎসক দেখিয়ে একদিন আগে দেশে ফিরে বিপিএল শুরু করে দিয়েছেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন দীর্ঘদিন পর।
কিন্তু যেভাবে ব্যাটিং করেছেন তাতে মনেই হয়নি ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। সাকিব ও তামিম ম্যাচ শেষে হাত মেলালেও কথা হয়নি দুজনের মধ্যে।
সাকিবের দল রংপুরের বিপক্ষে পাঁচ উইকেটে জয়ী হয়েছে তামিমের বরিশাল। ম্যাচ শেষে তামিম বলেন, ‘প্রথমদিকে বাউন্ডারি পাওয়ায় আমার কাজটা সহজ হয়ে যায়। অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করেছি। বিকেএসপিতে যে দুটি অনুশীলন ম্যাচ খেলেছি, সেটা আমাকে অনেক সাহায্য করেছে।’
তিনি বলেন, ‘এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, তিন-সাড়ে তিন মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেললাম। এর মাঝে দুই-আড়াই মাস অনুশীলন করিনি।’ অধিনায়ক ও খেলোয়াড় হিসাবে যে শুরুটা প্রয়োজন ছিল, সেটা হয়েছে। পরের ম্যাচ থেকে আর মনে হবে না যে, দীর্ঘদিন পর প্রথম মাঠে নামছি।’
সাকিবের সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে তামিম বলেন, ‘না, কথা হয়নি।’
এক সাংবাদিক আবারও সাকিব প্রসঙ্গে প্রশ্ন করতেই তামিম বিরক্ত হয়ে বলেন, ‘অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সব কিছু জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার গুঁতান? ওরে (সাকিবকে) জিজ্ঞেস করুন, যদি কিছু জিজ্ঞেস করতে চান।’