ক্রিশ্চিয়ানো রোনালদো ১৫ দিন পর ৩৯ বছরে পা দেবেন। এই বয়সে অনেকেই ফুটবল ছেড়ে কোচিংয়ে চলে আসেন। তবে রোনালদো এখনো সমান তালে খেলে যাচ্ছেন।
অবসর নেওয়ার প্রশ্নে সিআর সেভেন বলেন, সত্যি বলতে— এ মুহূর্তে জানি না কবে থামব। হ্যাঁ, এটা দ্রুতই হবে। হয়তো আরও ১০ বছর। মজা করলাম! আমি আসলে জানি না। দেখা যাক কী ঘটে।
আরও পড়ুন: মৃত্যুর পর ‘মুক্ত’ ম্যারাডোনা
২০২৩ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনটি ট্রফি জিতেছেন রোনালদো—সেরা গোল স্কোরারের জন্য ম্যারাডোনা অ্যাওয়ার্ড, ফ্যানস ফেভারিট প্লেয়ার অব দি ইয়ার এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় জিতেছেন তিনি।
পুরস্কার জিতে আনন্দিত রোনালদো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা পোস্টে লিখেছেন, তিনটি পুরস্কার জিততে পেরে গর্বিত। সব স্টাফ, সতীর্থ এবং ভক্তরা যারা আমাকে প্রতিদিন আরও উন্নতি করতে সাহায্য করছেন, তাদের সবাইকে বড় ধন্যবাদ।