ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
কয়দিন আগেই সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের মিশন যুব বিশ্বকাপ জয়। যেখানে তাদের লড়াইটা শুরু হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।
দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ফলে টস হেরে ব্যাটিং করছে ভারত। ব্লুমফন্টেইনে বাংলাদেশ-ভারতের ম্যাচটি মাঠে গড়িয়েছে দুপুর দুইটায়।
যুব বিশ্বকাপ এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ ভারতের এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস-১ এ সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ। এছাড়া ডিজনি+ হটস্টারের অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে খেলা।