কোচিং ক্যারিয়ারে অসংখ্য সাফল্য পেলেও কোনো ক্লাবেই তিন বছরের বেশি টিকতে পারেননি হোসে মরিনিও। সেই ধারাবাহিকতায় রোমাতেও শেষটা সুখকর হলো না ৬০ বছর বয়সি পর্তুগিজ কোচের।
সেরি-এ লিগে টানা তিন ম্যাচে জয়বঞ্চিত থাকার পর মঙ্গলবার মরিনিও ও তার পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে ইতালির ক্লাবটি।
২০২১ সালের এপ্রিলে টটেনহাম থেকে বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর মরিনিও যোগ দিয়েছিলেন রোমায়। ২০২২ সালে রোমাকে কনফারেন্স লিগ জিতিয়েছিলেন তিনি।
গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালেও। তবে মরিনিওর অধীনে আড়াই বছরে সেরি-এ লিগে কোনো উন্নতি হয়নি রোমার। এবার একের পর এক হারে দল পয়েন্ট টেবিলের নয়ে নেমে যাওয়ায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় ক্লাব কর্তাদের।
রোমার পরবর্তী কোচ হিসাবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ক্লাব কিংবদন্তি ড্যানিয়েল ডি রসির নাম। আর মরিনিওর পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি আরবের কোনো ক্লাব।