Logo
Logo
×

খেলা

এমবাপ্পের ঝলকে ফরাসি লিগে শিরোপার দৌড়ে পিএসজি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১১:০৮ পিএম

এমবাপ্পের ঝলকে ফরাসি লিগে শিরোপার দৌড়ে পিএসজি

পিএসজিতে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন যতই ডালপালা মেলুক না কেন কিলিয়ান এমবাপ্পের মাঠের পারফরম্যান্সে তার কোনো ছাপ নেই। গোল করেই যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড।

রোববার এমবাপ্পে-ঝলকে লাঁসকে ২-০ গোলে হারিয়ে ফরাসি লিগের শিরোপা দৌড়ে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি। তরুণ সতীর্থ ব্র্যাডলি বার্কোরাকে দিয়ে প্রথম গোলটি করানোর পর ৮৯ মিনিটে এমবাপ্পে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। এবারের লিগে তার গোল হলো সর্বোচ্চ ১৯টি। একটি পেনালটি ঠেকিয়ে পিএসজির জয়ে অবদান রেখেছেন গোলকিপার দোন্নারুমাও।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাসমুস হয়লুন ও মার্কাস রাশফোর্ডের গোলে দুবার এগিয়ে গিয়ে জিততে পারেনি ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে রোমাঞ্চকর লড়াইয়ে ম্যানইউকে ২-২ গোলে রুখে দিয়েছে টটেনহাম। স্পারদের হয়ে গোল করেন রিচার্লিসন ও রদ্রিগো বেন্তানকুর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম