Logo
Logo
×

খেলা

হাফিজের আচরণে অসন্তুষ্ট পাকিস্তানের তারকারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম

হাফিজের আচরণে অসন্তুষ্ট পাকিস্তানের তারকারা

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান টিম ডিরেক্টর কাম-প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হাফিজ।

গত নভেম্বরে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর নতুন দায়িত্ব পান হাফিজ। তার অধীনে ইতোমধ্যে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। 

অস্ট্রেলিয়া সফর শেষে পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে যায়। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। 

ইতোমধ্যে প্রথম দুই ম্যাচে ৪৬ ও ২১ রানে হেরে পিছিয়ে পড়েছে পাকিস্তান। বুধবার তৃতীয় ম্যাচে জিততে না পারলে সিরিজ হাতছাড়া হবে পাকিস্তানের। 

টানা পাঁচ ম্যাচে হেরে পরাজয়ের বৃত্তে থাকা পাকিস্তান দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুসারে দলের বেশ কিছু তারকা বিদেশি লিগে খেলার জন্য অনুমতি চেয়ে পাননি। যে কারণে কোচ হাফিজের সঙ্গে তাদের মনোমালিন্য হয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান দলের মিটিং চলাকালীন হাফিজের নেতৃত্বে দীর্ঘ আলোচনায় সিনিয়র ক্রিকেটাররা গ্রহণ করেননি। হাফিজের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এবং দীর্ঘক্ষণ কথাবার্তা দলের পরিবেশকে বিঘ্নিত করছে বলে দাবি করে অসন্তোষ প্রকাশ করেছেন খেলোয়াড়রা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম