বাবর ও সৌদ শাকিলকে নিয়ে যা বললেন ফাওয়াদ আলম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম
![বাবর ও সৌদ শাকিলকে নিয়ে যা বললেন ফাওয়াদ আলম](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/14/image-762937-1705226404.jpg)
বাবর আজম ও সৌদ শাকিল, ইনসেটে ফাওয়াদ আলম
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ সফরে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম ও সৌদ শাকিলের পারফরম্যান্সকে সমর্থন করেছেন দেশটির আরেক ক্রিকেটার ফাওয়াদ আলম।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানি এই দুই ব্যাটারের পারফরম্যান্স নিয়ে কথা বলেন ফাওয়াদ।
ফাওয়াদ সৌদ শাকিলের সম্পর্কে বলতে গিয়ে তার সচেতনতার উপর জোর দেন। আর সেটা কাটিয়ে উঠতে তরুণ খেলোয়াড়ের দক্ষতার প্রতি আস্থা প্রকাশ করেন তিনি।
‘অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচের জন্য এটি ছিল সৌদ শাকিলের প্রথম সফর। তিনি এও জানেন যে তার কী দোষ রয়েছে, এবং তিনি সেগুলি ঢেকে রাখার চেষ্টা করবেন। তিনি পাকিস্তানের জন্য একটি মূল্যবান সম্পদ। আমি মনে করি যে বর্তমানে, তার চেয়ে ভালো কেউ নেই মিডল অর্ডারে। ভবিষ্যতে পারফর্ম করতে এবং ডেলিভারি করার জন্য আমাদের তাকে বিশ্বাস করতে হবে,’ যোগ করেন ফাওয়াদ।
ফাওয়াদ একজন খেলোয়াড়ের পারফরম্যান্সের স্বাভাবিক উঠানামার বিষয়টিও উল্লেখ করেন। তার মতে, উত্থান-পতন থাকবেই। সাবেক অধিনায়ক বাবর আজমের ধারাবাহিকতার প্রশংসাও করেন ফাওয়াদ। তার মতে, সামান্য মন্দা সময় থাকতেই পারে, তবে অযথা উদ্বিগ্ন না হয়ে সতর্ক হতে হবে।
সাক্ষাৎকারে উপসংহার টেনে ফাওয়াদ বলেন, ‘খেলোয়াড়রা উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। একজন খেলোয়াড় একদিন শূন্য এবং পরের দিন একটি সেঞ্চুরি করতে পারে। হ্যাঁ, বাবর ধারাবাহিক, কিন্তু যদি তার সামান্য মন্দা হয়, আমরা চিন্তিত হয়ে পড়ি। বাবর যদি তার বর্তমান কৌশলে রান করে, তাহলে সে ঠিক আছে। এবং যদি সে রান না করে, তার মানে এই নয় যে তার কৌশল ত্রুটিপূর্ণ। আমাদের বিচার করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত।’