Logo
Logo
×

খেলা

৭ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ৯৬ রানে গুঁড়িয়ে দিলেন হাসারাঙ্গা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম

৭ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ৯৬ রানে গুঁড়িয়ে দিলেন হাসারাঙ্গা

চোটের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে পারেননি শ্রীলংকার তারকা লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গার। ছয় মাস পর দলে ফিরেই ত্রাসের রাজত্ব কায়েম করলেন এই লেগ স্পিনার। 

হাসারাঙ্গার বলে বিভ্রান্ত হয়ে ২৫.৫ ওভারে ৯৬ রানেই অলআউট জিম্বাবুয়ে। শ্রীলংকার লেগ স্পিনার হাসারাঙ্গা ৫.৫ ওভারে এক মেইডেনসহ মাত্র ১৯ রানে ৭ উইকেট শিকার করেন। 

বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করে জিম্বাবুয়ে। ৮.৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান। 

এরপর সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ৪৩ থেকে ৪৮ তথা মাত্র ৫ রানের ব্যবাধানে পড়ে যায় ৪ উইকেট। 

একটা পর্যায়ে ৪ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৬৭ রান। এরপর শূন্যরানের ব্যবধানে জিম্বাবুয়ে হারায় আরও ৩ উইকেট। 

৭ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৯১ রান। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে সফরকারীরা ফের ৩ উইকেট হারায়। 

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার জয়লর্ড গাম্বি। এছাড়া ১৭, ১৪, ১১ ও ১০ রান করে করেন তাকুদজওয়ানাশে কাইতানো, লুকি জঙ্গো, ওয়েলিংটন মাসাকাদজা ও সিকান্দার রাজা। 

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে ২ উইকেটে জয় পায় শ্রীলংকা। আজ জিতলে সিরিজ নিশ্চিত হবে লংকানদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম