ভারত বিশ্বকাপে হারলেও সফল শামি, পেলেন জাতীয় পুরস্কার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম
ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মাননা হলো খেলরত্ন আর দ্বিতীয় পুরস্কার হলো অর্জুন। ১৯৬১ সালে অর্জুন পুরস্কার চালু হয়। যারা অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত হন তাদের একটি ব্রোঞ্জপদক, একটি মানপত্র ও ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।
গত নভেম্বর মাসে ভারতে শেষ হয় ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠে বিরাট কোহলি-রোহিত শর্মারা হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ভারত বিশ্বকাপে হেরে গেলেও টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও মোহাম্মদ শামি।
তারকা পেসার মোহাম্মদ শামি বিশ্বকাপে মাত্র ৭ ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন। এমন দারুণ পারফরম্যান্সের কারণে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার (অর্জুন পুরস্কার) পেলেন এই তারকা পেসার।
রাষ্ট্রপতি ভবনে ২৬ জন ক্রীড়াবিদ এবং প্যারা-অ্যাথলিটদের অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। গোড়ালির চোট থেকে সদ্য সেরে ওঠা মোহাম্মদ শামি এ সম্মান গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।