Logo
Logo
×

খেলা

ভারত বিশ্বকাপে হারলেও সফল শামি, পেলেন জাতীয় পুরস্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

ভারত বিশ্বকাপে হারলেও সফল শামি, পেলেন জাতীয় পুরস্কার

ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মাননা হলো খেলরত্ন আর দ্বিতীয় পুরস্কার হলো অর্জুন। ১৯৬১ সালে অর্জুন পুরস্কার চালু হয়। যারা অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত হন তাদের একটি ব্রোঞ্জপদক, একটি মানপত্র ও ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।

গত নভেম্বর মাসে ভারতে শেষ হয় ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠে বিরাট কোহলি-রোহিত শর্মারা হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

ভারত বিশ্বকাপে হেরে গেলেও টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও মোহাম্মদ শামি। 

তারকা পেসার মোহাম্মদ শামি বিশ্বকাপে মাত্র ৭ ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন। এমন দারুণ পারফরম্যান্সের কারণে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার (অর্জুন পুরস্কার) পেলেন এই তারকা পেসার। 

রাষ্ট্রপতি ভবনে ২৬ জন ক্রীড়াবিদ এবং প্যারা-অ্যাথলিটদের অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। গোড়ালির চোট থেকে সদ্য সেরে ওঠা মোহাম্মদ শামি এ সম্মান গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম