Logo
Logo
×

খেলা

আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১১:০৮ পিএম

আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় তাইজুল

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের অসাধারণ বোলিং পারফরম্যান্স তাইজুল ইসলামকে এনে দিতে পারে দারুণ এক স্বীকৃতি। সোমবার এই প্রথম আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার।

ডিসেম্বর মাসের সেরার লড়াইয়ে তাইজুলের দুই প্রতিদ্ব›দ্বী অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। মেয়েদের বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের জেমিমা রদ্রিগেস, দীপ্তি শর্মা ও জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক ছিলেন তাইজুল। সিলেটে ১৫০ রানে জেতা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন তিনি। মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হারলেও তাইজুল নেন পাঁচ উইকেট। দুই ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনিই হন সিরিজসেরা।

ওই সিরিজেই ব্যাটে-বলে আলো ছড়ান নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। দুই ম্যাচে ১৮১ রান করার পাশাপাশি আট উইকেট নেন কিউই অলরাউন্ডার। অন্যদিকে গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক কামিন্স।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম