Logo
Logo
×

খেলা

৫৬ বলে ১২ ছক্কায় সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম

৫৬ বলে ১২ ছক্কায় সেঞ্চুরি

ভারতীয় দলে অনেকদিন ধরে ব্রাত্য তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলছেন রিয়ান পরাগ। সীমিত ওভারের ক্রিকেটে তো বটেই। এবার রনজি ট্রফিতেও দাপুটে ইনিংস খেললেন তিনি। আসামের এই ক্রিকেটার ৫৬ বলে সেঞ্চুরি করলেন ছত্তিশগড়ের বিরুদ্ধে।

শেষ পর্যন্ত ৮৭ বলে ১৫৫ রান করে আউট হন তিনি। ১১টি চার এবং ১২টি ছয় মেরেছেন। রনজি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করেছেন তিনি। তবে দিনের শেষে পরাগের ইনিংস কাজে লাগেনি। ছত্তিশগড় আগে ভালো জায়গায় ছিল। তারা আসামকে হারায় ১০ উইকেটে।

২০ ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৭ রান তুলে নেয় তারা। আগে ব্যাট করে ছত্তিশগড়ের ৩২৭ রানের জবাবে আসামের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৫৯ রানে। ফলো-অন করতে নেমে রিয়ানের ইনিংসের সৌজন্যে ২৪৫ রান তোলে তারা। জবাবে ছত্তিশগড় অনায়াসে ম্যাচ জিতে নেয়।

রনজিতে সবচেয়ে কম বলে শতরানের নজির রয়েছে ঋষভ পন্তের। ২০১৬ সালে ঝাড়খন্ডের বিরুদ্ধে দিলি­র পন্ত ৪৮ বলে শতরান করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়ান। তৃতীয় নমন ওঝা। মধ্যপ্রদেশের ক্রিকেটার নমন ২০১৫ সালের রনজিতে কর্নাটকের বিরুদ্ধে ৬৯ বলে শতরান করেছিলেন।

চতুর্থ স্থানে একলব্য দ্বিবেদী। তিনি উত্তরপ্রদেশের হয়ে রেলওয়েজের বিরুদ্ধে ৭২ বলে সেঞ্চুরি করেছিলেন। পঞ্চম স্থানে আবার পন্ত। তিনি ঝাড়খন্ডের বিরুদ্ধে ৮২ বলে শতক হাঁকিয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম