Logo
Logo
×

খেলা

মৃত্যুর পর ‘মুক্ত’ ম্যারাডোনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম

মৃত্যুর পর ‘মুক্ত’ ম্যারাডোনা

মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন দিয়েগো ম্যারাডোনা। ইতালির ক্লাব নাপোলির হয়ে খেলার সময় কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ীর বিরুদ্ধে। ৩০ বছর ধরে চলা সেই আইনি যুদ্ধ অবশেষে শেষ হলো।

১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নাপোলির হয়ে খেলার সময় ছবির স্বত্ব হিসাবে অর্থ পেতেন ম্যারাডোনা। সেই অর্থ তিনি ভিনদেশে ভুয়া একটি সংস্থায় বিনিয়োগ করে কর ফাঁকি দিতেন বলে অভিযোগ উঠেছিল ম্যারাডোনার বিরুদ্ধে। শনিবার তার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি বলেছেন, ‘ওই মামলা শেষ হয়েছে। ম্যারাডোনা কোনো দিন কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেননি।’

২০১৮ সালে আদালতের একটি রায়ে ম্যারাডোনার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। রোমের একটি আদালত সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন। ২০২০ সালের ২৫ নভেম্বর হƒদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ম্যারাডোনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম