Logo
Logo
×

খেলা

মাঠ থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম

মাঠ থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে তারকা

অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার স্যাম হার্পার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের সময় মারাত্মক আঘাত প্রাপ্ত হন। 

তিনি ব্যাট দিয়ে শট খেলার চেষ্টা করেছিলেন। বল সরাসরি তার  হেলমেটে লেগে চিবুকে আঘাত হানে। অবস্থা বেগতিক দেখে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। 

বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘হার্পারের শারীরিক আপডেট পেলেই জানানো হবে।’

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, হার্পার ক্রস ব্যাটে শট খেলার চেষ্টা করছিলেন। সেই সময়েই বল সরাসরি তার চিবুকে আঘাত হানে।

সেই সময় তার মাথায় হেলমেট থাকলেও চোট এড়ানো যায়নি। বল সজোরে আঘাত হানে হেলমেটের গ্রিলে। সঙ্গে সঙ্গেই গ্রিল ভেঙে গিয়ে গলায় ক্ষত তৈরি করে। তড়িঘড়ি অনুশীলন বন্ধ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্যাম হার্পারকে।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম