Logo
Logo
×

খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটে ঐতিহাসিক জয় বড় প্রাপ্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটে ঐতিহাসিক জয় বড় প্রাপ্তি

ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্যাশার বছর ছিল ২০২৩। সেটি কেটেছে বিশ্বকাপে ব্যর্থতার মধ্য দিয়ে। 

২০২৩ সালের গোধূলিলগ্নে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। দলে সিনিয়রদের অনেকেই ছিলেন না। 

সফরে সবচেয়ে বড় প্রাপ্তি নাজমুল হোসেনের নেতৃত্বগুণ। সব ঠিক থাকলে আগামীকাল রাতেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ।

বিশ্বকাপে ব্যর্থতার পর শক্তিশালী নিউজিল্যান্ড দলের বিপক্ষে হোম টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ। বড় পরীক্ষা ছিল কিউইদের ডেরায়। যেখানে সাদা বলের ক্রিকেটে এর আগে স্বাগতিকদের বিপক্ষে কখনো কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ।

চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে যায় এবারের দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার না থাকায়। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া নাজমুল সামর্থ্যরে প্রমাণ দিয়ে যাচ্ছেন। ওয়ানডে বিশ্বকাপের দুটি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তিনি নেতৃত্ব দিয়েছেন। 

হয়তো শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজের নেতৃত্বে থাকবেন নাজমুল। এরই মধ্যে কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বাকিরা নাজমুলের পক্ষে ভোট দিয়েছেন। নিউজিল্যান্ডে শরীফুল ইসলামকে স্বরূপে পেয়েছে বাংলাদেশ।

নেপিয়ারে শেষ ওডিআইতে পেসারদের দাপুটে বোলিংয়ে বাংলাদেশ নয় উইকেটে ম্যাচ জিতে নেয়। একই মাঠে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জেতে পাঁচ উইকেটে। 

দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যায়, তৃতীয় ম্যাচে বাংলাদেশ হারে পাঁচ উইকেটে। (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম