ভারতীয় ক্রিকেট দলকে একজন দুর্বল ব্যাটসম্যান নেতৃত্ব দিচ্ছেন বলে বোমা ফাটালেন সাবেক তারকা সুব্রহ্মণ্যম বদ্রীনাথ।
রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে হারে ভারত। সবশেষ বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরে যায় ভারত। দুই ইনিংসে ভারতীয় অধিনায়ক ফেরেন ৫ ও ০ রানে।
হিটম্যান খ্যাত ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা আফ্রিকা সফরে কাগিসো রাবাদার বলে পরপর দুই ইনিংসেই আউট হন।
দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হারের পর ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথ বলেন, যে দলে বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যান রয়েছেন সেখানে একজন দুর্বল খেলোয়াড়কে কেন নেতৃত্বে রাখা হলো।
নিজের ইউটিউব চ্যানেলে বদ্রীনাথ বলেছেন, ‘টেস্ট দলের অধিনায়ক হিসেবে কোহলির একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে। অধিনায়ক হিসেবে তিনি ৫,০০০-এর ওপর রান করেছেন। ৬৮টি টেস্টে তিনি অধিনায়কত্ব করেছেন। জিতেছেন ৪০ ম্যাচে। হেরেছেন ১৭টিতে। অস্ট্রেলিয়া সিরিজে তিনি দুর্দান্ত জয় এনে দিয়েছেন। গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং ও স্টিভ ওয়াহের পর টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় পেয়েছেন কোহলি।’