ভারতের মধ্যপ্রদেশের খারগোন জেলার একটি গ্রামে ক্রিকেট ম্যাচ খেলার সময় ২২ বছর বয়সি এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
শনিবার সন্ধ্যায় খারগোন জেলার বলওয়াদা থানার সীমানার অন্তর্গত কাটকুট গ্রামে বোলিং করার সময় ইন্দাল সিং যাদব বানজারা অস্বস্তি বোধ করেছিলেন।
বানজারাকে হাসপাতালে নেওয়ার পর বাডওয়া সিভিল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিকাশ তালওয়ার মৃত ঘোষণা করেন। বানজারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শালিগ্রামের গুর্জার নামে এক ব্যক্তি জানান, বানজারা বারখাদ তান্ডা গ্রামের দলের হয়ে খেলছিল। তার দল যখন বোলিং করছিল তখন সে বুকে ব্যথা অনুভব করে। তখন সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নেয়।
তিনি আরও জানান, দল জেতার পর বানজারার সতীর্থরা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে বাডওয়াহ সিভিল হাসপাতালে রেফার করা হয়; কিন্তু তিনি পথেই মারা যায় সে।