Logo
Logo
×

খেলা

‘কোচ-অধিনায়ক না চাইলে লেগ-স্পিনার তুলে আনা যাবে না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম

‘কোচ-অধিনায়ক না চাইলে লেগ-স্পিনার তুলে আনা যাবে না’

বাংলাদেশ দলে একজন বিশ্বমানের লেগ-স্পিনারের শূন্যতা দীর্ঘদিনের। সম্প্রতি আশার আলো দেখাতে শুরু করেছেন রিশাদ হোসেন। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও তার কিছু অবদান রাখার সামর্থ্য রয়েছে। তবে এখনো তাকে নিয়ে সেভাবে বলার মতো কিছু হয়নি।

ভবিষ্যতে রিশাদ কেমন করবেন, সেটা এখনই বলতে পারছেন না নির্বাচক দলের সদস্য হাবিবুল বাশার। তবে লেগ-স্পিনার তুলে আনার জন্য কোচ ও অধিনায়কের সাহায্যের প্রয়োজনের কথা জানালেন তিনি।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের ফাইনাল চলাকালীন তিনি বলেন, ‘আমরা অনেকদিন ধরেই লেগ-স্পিনারের খোঁজে আছি। আমরা টুর্নামেন্টের মধ্যে একাদশ নির্বাচনে তত বেশি ভূমিকা রাখতে পারি না। বিসিবির টুর্নামেন্টে কিছু ভূমিকা রাখা যায়। শুধু অনুশীলন করিয়ে লেগ-স্পিনার তৈরি করা খুবই কঠিন।’

তিনি বলেন, ‘এজন্যই একজন লেগ-স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছিলাম। বাকি ম্যাচগুলোতে কোচের ওপর নির্ভর করবে। কক্সবাজারে যে ম্যাচগুলো দেখেছি তাতে ভালোই মনে হয়েছে। খেলানোর সুযোগ দিলে ভালো করবে। সেক্ষেত্রে আমাদের কোচ ও অধিনায়ক যারা আছেন তাদের সাহায্য লাগবে। আমরা যতই চেষ্টা করি তারা সাহায্য না করলে লেগ-স্পিনার তুলে আনা যাবে না।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম