Logo
Logo
×

খেলা

দুঃসময়ে বাবরের পাশে ইউসুফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম

দুঃসময়ে বাবরের পাশে ইউসুফ

এশিয়া কাপ, বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপের পর তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। ব্যাট হাতেও লম্বা সময় ধরে ছন্দে নেই তিনি। কঠিন সময় যেন একদম আষ্টেপৃষ্টে ধরেছে বাবরকে।

চলমান অস্ট্রেলিয়া সিরিজেও হাসছে না বাবরের ব্যাট। অজিদের বিপক্ষে টেস্টে এখনও পর্যন্ত তিন ইনিংস ব্যাট করে সব মিলিয়ে মাত্র ৩৬ রান করেছেন বাবর। ফলে স্বাভাবিকভাবেই সমর্থকদের সমালোচনা আর রোষানলে পড়ছেন তিনি। এমন কঠিন সময়ে বাবরের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।

এক্সে (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্ট থেকে এক বার্তা দিয়ে ইউসুফ লিখেছেন, এখন শক্ত হও কারণ পরিস্থিতির উন্নতি হবে। এখন হয়তো ঝড় বইছে তবে আজীবন বৃষ্টি হতে পারে না। এই লেখার সঙ্গে বাবরের একটি ছবিও পোস্ট করেছেন ইউসুফ।

বাবর অধিনায়ক থাকাকালীন তার অধিনায়কত্ব নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। ব্যাট হাতে ফর্মটা ওঠানামার মধ্যে থাকলেও অধিনায়কত্ব নিয়ে বেশিরভাগ সময়েই সকলের সমালোচনা সহ্য করতে হয়েছে বাবরকে। ভারত বিশ্বকাপের পর শেষমেশ ছেড়ে দিয়েছেন পাকিস্তানের নেতৃত্ব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম