Logo
Logo
×

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলায় জয়ী হলো ‘বেরসিক বৃষ্টি’ 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম

বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলায় জয়ী হলো ‘বেরসিক বৃষ্টি’ 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজল্যান্ডকে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করেছিল টাইগাররা। আজকের ম্যাচ জিতে সিরিজ বগলদাবা করার টার্গেট ছিল।

সেটি আর হলো কই। বেসরকারি  বৃষ্টি সব এলোমেলো করে দিল।

গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল মাউন্ট মঙ্গানুইয়ে। তবে আজ দুপুরের দিকে এসে কিছুটা থেমেছিল বৃষ্টি। তাই নির্ধারিত সময়েই খেলা শুরু হয়। খেলা কিছুটা এগোনের পর বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। 

নিউজিল্যান্ড ব্যাট করছিল। বাংলাদেশের বোলাররা জলে উঠছিলেন। ১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর ঘণ্টা খানেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। ফলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তোলে নিউজিল্যান্ড।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, আগামী ৩১ ডিসেম্বর।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ১১ ওভারে ৭২/২ (অ্যালেন ২, শেফার্ড ৪৩, মিচেল ১৮*, ফিলিপস ৯*; শেখ মেহেদি ২-০-১৫-০, শরিফুল ২-০-১৬-১, সাকিব ২-০-১৫-১, মুস্তাফিজ ২-০-১৬-০, রিশাদ ৩-০-১০-০)।

ফল : ম্যাচ পরিত্যক্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম