Logo
Logo
×

খেলা

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ এএম

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। টাইগারদের পারফরম্যান্সে নতুন করে আশা দেখছে বাংলাদেশের ক্রিকেট। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নাজমুলরা সেই স্বপ্নপূরণের ম্যাচ খেলতে মাঠে নামবেন।

তবে এই ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ম্যাচ মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা আছে।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তবে বৃহস্পতিবার থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি হচ্ছে। এমনকি আজ সকাল থেকে দুপুর পর্যন্তই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দুপুরের পর বৃষ্টি থামলেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। মাউন্ট মঙ্গানুইয়ের আকাশে যথেষ্ট মেঘ আছে। যে কোনো সময় আবারও বৃষ্টি আসতে পারে। 

নিউজিল্যান্ডের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। ম্যাচটি যেহেতু স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, তাই মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা থাকছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম